নার্স পরিচয়ে মায়ের সঙ্গে আলাপ, খাস কলকাতার শিশু হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে উধাও মহিলা!
প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্স পরিচয়ে খুদের মায়ের সঙ্গে আলাপ। ভাব জমতেই শিশুকে নিয়ে উধাও মহিলা! ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার একটি শিশু হাসপাতালে। ইতিমধ্যেই ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। হাসপাতালের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জুলা বিবি। জানা গিয়েছে, সোমবার দুপুরে পুত্রসন্তানকে নিয়ে কলকাতার শিশু হাসপাতালে আসছিলেন তরুণী। বাসে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখানেই কথায় কথায় মঞ্জুলাকে জানান, তিনি নাকি ওই হাসপাতালের নার্স। সরল বিশ্বাসে তা মেনে নেন তরুণী। একসঙ্গেই হাসপাতালে যান তাঁরা। পৌঁছেই ছেলেকে ডাক্তার দেখিয়ে নেন মঞ্জুলা। তখনও সঙ্গেই ছিলেন ওই মহিলা। এরপর ওষুধ কেনার সময় সন্তানকে ওই মহিলার কাছে রেখে যান বধূ। ফিরে এসে আর সন্তানের খোঁজ পাননি তিনি। উধাও বাসে পরিচয় হওয়া মহিলাও। গোটা হাসপাতাল খুঁজেও হদিশ না মেলায় গোটা বিষয়টা স্পষ্ট হয়।
এরপরই ফুলবাগান থানার দ্বারস্থ হন মঞ্জুলা ও তাঁর পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখে মহিলার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে কার্যত একই ঘটনা ঘটেছিল বর্ধমানে। হাসপাতালে মায়ের কোল থেকে আদর করার নামে খুদেকে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল দুই মহিলা। যদিও অতি দ্রুতই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল মায়ের কোলে।