• মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় ইস্টবেঙ্গলের, ইরানের বাম খাতুন এফসি-কে হারাল লাল-হলুদ
    আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৫
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুর্দান্ত শুরু করলেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারেরা। ইরানের চ্যাম্পিয়ন ক্লাব বাম খাতুন এফসির বিরুদ্ধে অন্তত ৫ গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতলেন শিলকি দেবী, ফাজ়িলা ইকওয়াপুটেরা। অ্যান্থনি অ্যান্ড্রেজের দলের আগ্রাসী ফুটবলের সামনে সুবিধা করতে পারেননি ইরানের ক্লাবটির ফুটবলারেরা।

    চিনের উহানে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছিল লাল-হলুদ ব্রিগেড। সে জন্য গুটিয়ে থাকেননি সৌম্যা গুগুলোথরা। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন তাঁরা। ফলও মেলে দ্রুত। ম্যাচের ৪ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন শিলকি। গোল পাওয়ার পর বাম খাতুনের রক্ষণে চাপ আরও বাড়ায় ইস্টবেঙ্গল। ১৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সৌম্যা। তাঁর শট অল্পের জন্য বাইরে যায়। ইস্টবেঙ্গলের আগ্রাসী মেজাজের সামনে প্রতি আক্রমণমূলক ফুটবল খেলতে শুরু করে ইরানের ক্লাবটি। ২০ মিনিটের মাথায় গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল তারা। ইস্টবেঙ্গল রক্ষণ সতর্ক থাকায় বিপদ হয়নি। ২৮ মিনিটে গোলের আরও একটি সুযোগ নষ্ট করেন সৌম্যা। এর ৪ মিনিট পরেই ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বৃদ্ধি করেন ফাজ়িলা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে ইরানের দলটির হয়ে ব্যবধান কমান মোনা হামুদি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ইস্টবেঙ্গল।

    দ্বিতীয়ার্ধেও খেলার গতি কমাননি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারেরা। ৪৭ মিনিটে একার চেষ্টায় গোলের সুযোগ তৈরি করেও সাফল্য পাননি ফাজ়িলা। গোলরক্ষক পরাস্ত হলেও ইরানের দলটির এক ডিফেন্ডার দলের পতন আটকান। ৭৮ মিনিটে তাঁর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন উগান্ডার রেস্টি নানজিরি।
  • Link to this news (আনন্দবাজার)