• SIR-এ ফর্ম ফিলআপের নামে OTP চেয়ে প্রতারণা, অভিযোগ পেতেই সতর্কবার্তা কমিশনের
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • ডিজিটাল যুগে ওটিপি জালিয়াতির কথা হামেশাই শোনা যায়। তাই বলে SIR-এ ফর্ম ফিলআপের সময়ে ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা? এমন অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, SIR-এ ওটিপি চাওয়া হয় না। সোজা কথায়, যদি কেউ চায়, তা হলে সেটা জালিয়াতি।

    SIR-এ ফর্ম ফিলআপ করতে এসে ওটিপি চাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, অভিযুক্তরা লোকবন্ধু পার্টির সদস্য পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করছিলেন। তখনই মোবাইল নম্বর চান। প্রথমে কোনও সন্দেহ হয়নি। তাঁরা দিয়েও দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, ফোন নম্বরে ওটিপি আসতেই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। সঙ্গে সঙ্গে তাঁদের ধরে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। SIR-এর ফর্ম ফিলআপের নামে মোবাইল নম্বরে ওটিপি নেওয়া যে জালিয়াতি তাতে কোনও সন্দেহ ছিল না তাঁদের।

    কদম্বগাছির এই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কাটাছেঁড়া। সত্যি-মিথ্যা মিশিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। এর পরেই সোমবার পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসারের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, ফর্ম ফিলআপের সময়ে ওটিপি যাচাই করা হয় না।

    বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসারের দপ্তর কোনও কাজের জন্যই - সেটা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) হোক কিংবা ভোটার তালিকা সংশোধন, কখনও মোবাইল নম্বরে OTP চায় না।’

  • Link to this news (এই সময়)