• কেরলে ‘SIR চাপে আত্মঘাতী’ বিএলও, কাজ বয়কটের ডাকে বিক্ষোভ আধিকারিকদের
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সেখানে বুথ স্তরের এক আধিকারিকের (বিএলও) আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা। এমন কাণ্ডে অস্বস্তিতে কেরলের বাম সরকার। ঠিক কী ঘটেছে?

    রবিবার মৃত্যু হয়েছে অনীশ জর্জ নামে ৪৪ বছরের এক বিএলও-র। কান্নুরের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পেশায় শিক্ষক ওই যুবকের। তাঁর পরিবার দাবি করেছে, এসআইআরের কাজের চাপে খাওয়া-স্নানের সময় পেতেন না জর্জ। অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। এরপরেই সর্বস্তরে রাজ্যের বিএলও-দের মধ্যে ক্ষোভ ছড়ায়। তিরুঅনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান রাজ্যের শিক্ষক, সরকারি কর্মীদের সংগঠনগুলি।

    গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল সিপিএম। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, বাম নেতা-কর্মীরা চাপে রাখছেন বিএলও-দের। কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশনের অভিযোগ, “জর্জের সঙ্গে কংগ্রেসের এক বুথ স্তরের এজেন্ট এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। সেজন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।” বিএলও-দের নিরাপত্তা দেওয়ার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন সতীশন। এক সিপিএম নেতা অবশ্য দাবি করেছেন, এসআইআর কাজ নিয়ে চাপে ছিলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)