হামাসের কায়দায় ড্রোন হামলা! দিল্লি বিস্ফোরণের আগেই দেশকে রক্তাক্ত করার ভয়ংকর ষড়যন্ত্র ছিল জঙ্গিদের
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে বিস্ফোরণের আগেই দেশকে রক্তাক্ত করার ভয়ংকর ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা! শুধু তাই নয়, হামাসের কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে ড্রোন হামলারও ছক করেছিল তারা। আত্মঘাতি জঙ্গি উমর-উল নবি ওরফে উপর মহম্মদের অন্যতম সহযোগী জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশকে গ্রেপ্তারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
সোমবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে দানিশকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মূলত জঙ্গি মডিউলটিকে টেকনিক্যাল সাপোর্ট দিত দানিশ। এর পাশাপাশি সে তৈরি করত ড্রোন এবং রকেট। সেগুলির মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক হামলার ছক করেছিল জঙ্গিরা। বর্তমানে দানিশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দিল্লি হামলার অন্যতম ষড়যন্ত্রীইও ছিল এই দানিশ। প্রসঙ্গত, রবিবারই উমরের সহযোগী তথা এই হামলার ষড়যন্ত্রকারী আমির রশিদ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গোয়ান্দাদের জালে ধরা পড়েছে দানিশ।
উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের বেশিরভাগই কাশ্মীরের। ঘটনাচক্রে এই দানিশও কাশ্মীরের বাসিন্দা। পাশাপাশি, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য।