• দিল্লির বাতাসে ‘বিষ’! ৪০০ পেরল একিউআই, বাড়ছে উদ্বেগ
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। সোমবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল ঘন কুয়াশার মধ্যে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, এদিন সকালে রাজধানীর বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল ৩৫৯। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল বাওয়ানার। সকাল ৭টা নাগাদ সেখানে একিউআই ছিল ৪২৭।      

    একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে বলেই মনে করছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। গত সপ্তাহেই দিল্লিতে কার্যকর হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩। কিন্তু তারপরেও দূষণ কমার লক্ষণ নেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির কর্তব্য পথ এলাকায় বাতাসের গুণমান সূচক ছিল ৩৪১,  চাঁদনি চকে ৩৮৩, আর কে পুরমে ৩৬৬, পঞ্জাবিবাগে ৩৮৪, পাটিয়ারগঞ্জে ৩৬৯ এবং আনন্দ বিহারে ৩৮৩।

    প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা। বাড়ছে উদ্বেগ।
  • Link to this news (প্রতিদিন)