• বাইক নিয়ে স্টান্ট, মুকুটমণিপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্র
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • দেবব্রত দাস, খাতড়া: বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন, চলছিল দেদার ফটোশুট। বাঁকুড়ার মুকুটমণিপুরে তারই মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন ২১ বছরের কলেজছাত্র। মৃতের নাম মনোজিৎ মাহাতো। দুর্ঘটনার খবর পেয়ে খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। সোমবার তা পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র মনোজিৎ। তাঁর বাড়ি বারিকুল থানার শ্যামসুন্দরপুর গ্রামে। মামারবাড়ি বেড়াতে এসে রবিবার বন্ধুদের সঙ্গে মুকুটমণিপুরে যান। বন্ধুদের মধ্যে ছিলেন কয়েকজন ইউটিউবার। তাঁরা সকলে ফটোশুট করছিলেন। তাতে যোগ দেন মনোজিৎও। কংসাবতী জলাধারের পাশে রাস্তায় বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন। আর তা নিজেদের ক্যামেরাবন্দি করছিল বন্ধুরা। এর মধ্যে যায় দুর্ঘটনা। ড্যামপাড়ের রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৭৭ নম্বর বৈদ্যুতিক খুঁটির কাছে রাস্তায় পড়ে যান মনোজিৎ। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁরা।

    খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ। রক্তাক্ত মনোজিৎকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে মামলাটি হাতে নেয় খাতড়া থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে মনোজিতের মৃত্যুর কারণ দুর্ঘটনা নাকি অন্য কিছু? আচমকা ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এভাবে ঝুঁকিপূর্ণ বাইক স্টান্ট থেকে যুব সমাজকে বিরত রাখতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
  • Link to this news (প্রতিদিন)