• ‘পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে’, হাসিনার মৃত্যুদণ্ডে ইউনুসকে খোঁচা শুভেন্দুর
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই আন্দোলন দমন, গণহত্যা-সহ একাধিক অপরাধে ফাঁসির সাজা শোনানো হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। গোটা বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাননি হাসিনা। আর এই ‘একতরফা বিচারে’র নিন্দা করে মুজিবকন্যার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, ”যারা আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই রায় ঘোষণা করল, তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে।”

    শেখ হাসিনাকে ‘উদারচেতা’ বলে সোমবার তাঁর ভূয়সী প্রশংসা শোনা গেল বিরোধী দলনেতার গলায়। এও জানালেন, কোনও রাজনীতি নয়, একজন বাঙালি হিসেবে এই প্রতিক্রিয়া দিলেন। শুভেন্দুর কথায়, ”হাসিনা ছিলেন উদারচেতা। বাঙালি সংস্কৃতি রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করার কাজ করতেন তিনি।” এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’। তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছে। এনিয়ে শুভেন্দুর বক্তব্য, ”উনি (শেখ হাসিনা) বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমান, দলাই লামা সবাইকেই এভাবে আশ্রয় দেওয়া হয়েছে।”

    সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার বেশ খানিকক্ষণ পর ‘সাবধানী’ বিবৃতি ঘোষণা করেছে নয়াদিল্লি। এদিন বিকেলে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বাংলাদেশ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত চায়, বাংলাদেশে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। ফলে হাসিনার ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)