স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ! যুবককে কুপিয়ে কাঠগড়ায় শাহরুখ
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, স্রেফ এই সন্দেহে মারমুখী হয়ে উঠল স্বামী! প্রতিবেশী ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাঠগড়ায় শেখ শাহরুখ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় যুবক মহম্মদ সারোয়ারকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। সোমবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ ওই ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ শাহরুখ কাপড়ে জরির কাজ করেন। ৯ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর পরই তিনি জরির কাজের জন্য মুম্বই চলে গিয়েছিলেন। মাঝেমাঝে বাড়ি আসতেন। কিন্তু বছর দুয়েক আগে তিনি আবার বাঁকড়ায় ফিরে আসেন। বাঁকড়ায় ফিরে আসার পর শাহরুখ জানতে পারেন, তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক মহম্মদ সারোয়ারের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তা নিয়ে শাহরুখের সঙ্গে প্রায়ই তাঁর স্ত্রীর অশান্তি শুরু হয়। সোমবার দুপুরেও তাঁদের বাড়িতে অশান্তি চূড়ান্ত আকার নেয়।
স্বামী-স্ত্রীর অশান্তির মাঝে মধ্যস্থতা করতে ঘটনাস্থলে যান মহম্মদ সারোয়ার। তাঁর সঙ্গে হাতাহাতি বেধে যায় শাহরুখের। অভিযোগ, আচমকাই সারোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে শাহরুখ। পুলিশ জানিয়েছে, কাঁচি দিয়ে তাঁর শরীরে এলোপাথারি কোপানো হয়। বাড়ির লোক ও প্রতিবেশীরা রক্তাক্ত সারোয়ারকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, সারোয়ারের বাড়ি বিহারে। বাঁকড়ার পশ্চিমপাড়ায় একটি চায়ের দোকান রয়েছে তাঁর। ওখানেই একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। অভিযোগ, ওই চায়ের দোকান চালাতে গিয়েই শাহরুখের স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ঘটনার পর থেকে পলাতক শেখ শাহরুখ। সোমবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি।