বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য আগরপাড়ায়
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার বিকেলে আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকায়। মৃতের নাম প্রশান্ত দত্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ৬৫ বছরের বৃদ্ধ প্রশান্ত দত্ত দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার ওই ফ্ল্যাটে তিনি একাই থাকেন। তাঁর স্ত্রী ও মেয়ে অন্যত্র থাকেন বলে খবর। আজ বিকেল থেকেই ওই ফ্ল্যাটের থেকে পচা গন্ধ বেরতে থাকে। ফ্ল্যাটটিও ভিতর থেকে বন্ধ ছিল। আবাসনের অন্যান্য বাসিন্দা ওই প্রতিবেশীদের সন্দেহ হয়।
খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। ঘরের ভিতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। বেশ কয়েকদিন আগেই তিনি মারা গিয়েছেন। এমনই মনে করছে পুলিশ। কারণ, দেহে পচন ধরে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুন নাকি আত্মহত্যা? নাকি স্বাভাবিক মৃত্যু? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। দিন কয়েক ধরে তাঁকে দেখাও যাচ্ছিল না! বয়সজনিত অসুস্থতার কারণে দিন দুয়েক আগে তাঁর মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মৃতের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়। ঘটনা জানাজানি হতে প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।