• ‘SIR আতঙ্কে’ মৃত্যু বৃদ্ধার, চাঞ্চল্য কুদঘাটে
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এসআইআর আতঙ্কে’ এবার দক্ষিণ কলকাতার কুদঘাট এলাকায় মৃত্যু হল এক বৃদ্ধার! মৃতার নাম যমুনা মণ্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি আতঙ্কিত ছিলেন। সেই আতঙ্কেই তিনি গায়ে আগুন দিয়েছিলেন বলে খবর!  পরে ওই বৃদ্ধা হাসপাতালে মারা যান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতার ১১৪ নম্বর ওয়ার্ডের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঢালাই ব্রিজ, পূর্ব পুঁটিয়ারির নতুনপল্লি উদয়াচল এলাকার দীর্ঘদিনের বাসিন্দা যমুনা। তাঁর ছেলের নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি বিএলও-রা ফর্ম নিয়ে যাচ্ছেন। ওই বৃদ্ধা এসআইআরের ফর্ম পাননি বলে অভিযোগ। শুরু থেকেই ওই বৃদ্ধার মধ্যে ‘এসআইআর আতঙ্ক’ কাজ করছিল বলে পরিবারের দাবি। ক্রমে সেই আতঙ্ক আরও দানা বাধে।

    বৃদ্ধা যমুনা মণ্ডল বাড়িতেই এসআইআর আতঙ্কে গায়ে আগুন দিয়েছিলেন বলে অভিযোগ। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে খবর। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

    এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মৃত্যু ঘটছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার পানিহাটি, দত্তপুকুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া-সহ একাধিক জায়গায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে! সোমবার দক্ষিণ দমদম এলাকাতেও এসআইআর আতঙ্কে এক ব্যক্তি মারা গিয়েছেন বলে অভিযোগ। রবিবার গভীর রাতে বাড়ি থেকে পরিবারের অজ্ঞাতে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এদিন সকালে এলাকারই একটি গাছের সঙ্গে তাঁর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রীয়ের দাবি, ওই ব্যক্তির ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। প্রমাণ হিসেবে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্রও ছিল না! তিনি দিন কয়েক ধরেই আতঙ্কিত ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)