ইম্ফলের তরুণীর মগজ ধোলাইয়ের চেষ্টা করে দিল্লি কাণ্ডে জড়িত উমর
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: হরিয়ানায় বসে উত্তর-পূর্ব ভারতেও ‘মৌলবাদী’ চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল দিল্লির আত্মঘাতী হামলায় জড়িত চিকিত্সক উমর উন নবি। মণিপুরের ইম্ফলের এক তরুণীর মগজ ধোলাইয়ের চেষ্টা করে সে।
তদন্তে উঠে এসেছে, আল-ফালহা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগে পড়ুয়া, জুনিয়র সহকর্মী ও মানসিকভাবে অস্থির তরুণদের মধ্যে ‘চরমপন্থা’ ছড়িয়ে দেওয়ার ছক কষে উমর। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিল সে। টার্গেট ছিল, যত বেশি সম্ভব আত্মঘাতী জঙ্গি তৈরি করা। কাশ্মীরের এক তরুণকেও একইভাবে আল-ফালহাতে নিয়ে এসে কয়েক মাস ‘মগজ ধোলাই’ করা হয় বলে তদন্তে উঠে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত সে উমরের প্রস্তাবে রাজি হয়নি। দেখা যাচ্ছে, শুধু কাশ্মীর বা উত্তর ভারত নয়। সুদূর মণিপুরেও নিজের জাল বিস্তার করতে চেয়েছিল ওই ইম্ফলের ওই তরুণী উমরের ছাত্রী ছিল। সেই সূত্রেই তার ‘মগজ ধোলাই’ শুরু করা হয়। ওই তরুণী সহ আরও কয়েকজন পড়ুয়াকে নিয়ে আলাদা ‘ক্লাস’ নিত উমর। পড়াশোনার আড়ালেই মৌলবাদের বিষ মাথায় ঢোকানোর চেষ্টা করত সে। কেউ ওই ক্লাসে যোগ দিতে না চাইলে, চাপ সৃষ্টি করত উমর।
জেরায় ইম্ফলের ওই তরুণী জানিয়েছেন, চরমপন্থা ছড়ানোর পাশাপাশি তার ধর্মান্তরকরণের চেষ্টাও করত ওই ডাক্তার। ওই তরুণীর নাম বদলে ‘মরিয়ম’ করে দিয়েছিল সে। তবে তরুণী জানিয়েছেন, শিক্ষক হওয়ার সুবাদেই উমরের ওই বিশেষ ক্লাসে যেতেন তিনি। কিন্তু কোনওদিনই ওই জঙ্গিপনা ভালো লাগেনি তাঁর। কিন্তু মণিপুরের তরুণীর ‘মগজ ধোলাই’-এর’ চেষ্টা কেন? তদন্তকারীদের মতে, সীমান্ত এলাকার আদিবাসীদের টার্গেট করতে চাইছে জঙ্গিরা। প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর সদস্যরা অনেকেই ভারতের অন্য প্রান্তের বাসিন্দাদের সঙ্গে মানসিকভাবে বিচ্ছিন্ন থাকেন। তাই তাদের চরমপন্থায় আকৃষ্ট করা সহজ হবে বলেই ধারণা জঙ্গিদের।
উমরের মানসিক স্বাস্থ্য কেমন ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, উমরের পরিবারে মানসিক রোগের ইতিহাস রয়েছে। উমরের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, সে প্রায়শই অস্বাভাবিক আচরণ করত। ধর্মীয় আচার পালনের জন্য পড়ুয়াদের উপর চাপ তৈরি করত সে। তদন্তকারীদের ধারণা, উমর সম্ভবত স্প্লিট পার্সোনালিটি ডিসর্ডার-এর মতো কোনও মানসিক সমস্যায় ভুগছিল। আর সেটাই তার জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার নেপথ্যে অনুঘটকের কাজ করেছে।