• কোর্টের নির্দেশ, বিপাকে তেলেঙ্গানার স্পিকার
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • হায়দরাবাদ: সুপ্রিম কোর্টে ভৎসর্নার মুখে পড়লেন তেলেঙ্গানা বিধানসভার স্পিকার। সোমবার তাঁর বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। অভিযোগ, নির্দেশ সত্ত্বেও দলত্যাগ নিয়ে সিদ্ধান্ত জানাননি তিনি। শাসকদল কংগ্রেসে যোগ দেওয়া দলত্যাগী ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে মামলা করেন বিআরএস বিধায়ক কৌশিক রেড্ডি। সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পিকারকে নির্দেশ দেয়, কংগ্রেসে যোগ দেওয়া বিধায়কের সদস্যপদ বাতিল সংক্রান্ত আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ৩১ জুলাই থেকে ৩০ অক্টোবর, এই তিন মাস সময় ছিল সিদ্ধান্ত গ্রহণের। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্পিকার সিদ্ধান্ত নেননি। তাতেই ক্ষুব্ধ শীর্ষ আদালত। স্পিকারকে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে আদালত অবমাননার মুখোমুখি হতে হবে তাঁকে।
  • Link to this news (বর্তমান)