• মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাস দুর্ঘটনা, ঝলসে মৃত্যু ৪৫ ভারতীয়ের, নিহতদের মধ্যে হায়দরাবাদের একই পরিবারের ১৮ জন
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • হায়দরাবাদ: কাকভোরে সৌদি আরবের মক্কা থেকে মদিনা রওনা হয়েছিল তীর্থযাত্রীবাহী একটি বাস। গন্তব্যের থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মুফরিয়তে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল বাসের ৪৫ ভারতীয় যাত্রীর। মৃতদের মধ্যে ১৮ জনই হায়দরাবাদের বাজার ঘাট এলাকার একই পরিবারের সদস্য। একথা জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার। তবে কোনওক্রমে রক্ষা পেয়েছেন মহম্মদ আবদুল শোয়েব। ২৪ বছরের আবদুল বসেছিলেন চালকের ঠিক পাশেই। সজ্জনার জানিয়েছেন, ৪৬ জন উমরাহযাত্রীকে নিয়ে সোমবার ভোর দেড়টা নাগাদ মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা দেয় ওই বাস। পথে বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারকে ধাক্কা মারে। এরপরই বাস ও ট্যাঙ্কারে আগুন লেগে যায়। ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হয় পুণ্যার্থীদের। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। 

    নিহতদের পরিজনদের সমস্ত ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিও। মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এবং পুলিশের ডিজি বি শিবধর রেড্ডিকে ঘটনা নিয়ে সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে রেবন্তের বার্তা, ‘পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোকাহত।’ তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। মৃতদের ধর্মীয় রীতি মেনে সৌদি আরবেই শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। এরজন্য মৃতদের পরিবারের অন্তত দু’জন করে সদস্যকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারগুলিকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তারও ঘোষণা করা হয়েছে। হায়দরাবাদের সাংসদ তথা মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, দু’টি ভ্রমণ সংস্থার থেকে যাত্রীদের সম্পর্কে সংগৃহীত তথ্য ভারতীয় দূতাবাসের হাতে তুলে দিয়েছেন তিনি। জেড্ডায় ভারতীয় কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকেও চব্বিশ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ণ সহায়তা করা হচ্ছে।  দুর্ঘটনায় নিহতের পরিজনকে সান্ত্বনা দিচ্ছেন তেলেঙ্গানার সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। -পিটিআই
  • Link to this news (বর্তমান)