নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় রায় বেরিয়ে গেলেও নতুন করে ‘জনস্বার্থ মামলা’ দায়ের হল। সোমবার সেই মামলার শুনানি ছিল। আবেদনকারী তথা কোচবিহারের এক স্কুলের শিক্ষক শাওন আদিত্য নিজেই সওয়াল করার চেষ্টা করেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল শুনানি। তবে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশনের মূল মামলায় আমিই রায় দিয়েছি। তাই আপনার এই জনস্বার্থ মামলা আমি শুনতে পারি না। আমি শুনলে মামলার নির্দেশ আগের মতোই হতে পারে। অন্য বেঞ্চে মামলা তালিকাবদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে অনুরোধ করব। যা মেনে নিয়েছেন আবেদনকারী। উল্লেখ্য, এই প্রথম নিয়োগ বাতিল নিয়ে জনস্বার্থ মামলা হল।