• শুধুই বন্দে-বন্দনা, রেল ক্যালেন্ডারে ব্রাত্য রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলের নয়া রুট চালুর ক্যালেন্ডারে কার্যত ‘ব্রাত্য’ জনপ্রিয় রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। গত আগস্ট এবং সেপ্টেম্বর এই দু’মাসে যেখানে গড়ে তিনটি করে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছে মোদি সরকার। সেখানে গত সেপ্টেম্বর মাসে দীর্ঘ ছ’বছরের ব্যবধানে মাত্র একটি নতুন রুটে চালু হয়েছে রাজধানী এক্সপ্রেস। জনপ্রিয় শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। ২০১৩ সালের পর বিগত ১২ বছরে সারা দেশে আর কোনও নতুন রুটে শতাব্দী এক্সপ্রেস চালু করাই হয়নি। অর্থাৎ, কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত কোনও নয়া রুটে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চলেনি। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, শুধুই বন্দে-বন্দনা করতে গিয়ে আদতে কি দেশের অন্যতম জনপ্রিয় সব ট্রেনকেই অপাংক্তেয় করে রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার? 

    এই বিষয়ে রেলমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে সরকারি সূত্রে এহেন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। রেল বোর্ড সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সারা দেশেই এখন বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে তুমুল উন্মাদনা শুরু হয়েছে। দেশের প্রত্যেক মানুষ চাইছেন যাতে, তাঁদের এলাকায় বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা থাকে। সাধারণ মানুষের এহেন চাহিদার কথা মাথায় রেখেই রেলমন্ত্রক যাবতীয় পদক্ষেপ নিচ্ছে। ঘটনাচক্রে শনিবারই বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে দেশের চারটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছেন। রেলমন্ত্রকের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তিনটি করে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। জুন মাসেও তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। গত মে মাসে একটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। 

    রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ২০১৯ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত কোনও নতুন রুটে এই ট্রেন চালুই হয়নি। ২০১৯ সালে মুম্বই সিএসএমটি-দিল্লি রুটে রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। এর ছ’বছর পর গত ১৩ সেপ্টেম্বর মিজোরামের আইজলের কাছে সাইরং থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নয়া রুটে রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। অন্যদিকে, নতুন রুটে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে ২০১৩ সালে। ওই বছর জানুয়ারিতে চণ্ডীগড়-নিউদিল্লি শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন হয়। তার মাসখানেক পর হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়। যদিও ২০১০ সালের ৭ ডিসেম্বর ওই রুটে প্রথমে দুরন্ত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হয়। পরবর্তী ক্ষেত্রে সেটিই হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস রুটে রূপান্তরিত হয়ে যাত্রী পরিবহণ শুরু করে।
  • Link to this news (বর্তমান)