• ভরাডুবিতেও তেজস্বীতে আস্থা লালুর
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • পাটনা: নির্বাচনে হেরেছে দল। পরিবারের মধ্যে শুরু হয়েছে বিবাদ। বাড়ি ছেড়েছেন চার কন্যা। এসবের কারণও নাকি তেজস্বী। তবে আরজেডি সুপ্রিমো তথা যাদব পরিবারের মাথা লালুপ্রসাদ যাদব তাতে এতটুকু আমল দিতে নারাজ। যতই ঝড় আসুক, তেজস্বীই তাঁর ভরসার কাঁধ। আগামীতেও তেজস্বীর নেতৃত্বেই এগোবে আরজেডি— সোমবার সদর্পে একথা ঘোষণা করলেন লালু। পাটনায় নবনির্বাচিত আরজেডি বিধায়কদের বৈঠকে লালু সাফ জানান, তেজস্বী দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং আগামী দিনেও তিনিই দলকে নেতৃত্ব দেবেন। লালুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে। এদিকে, লালুকন্যা রোহিণীর গৃহত্যাগ নিয়ে একের পর এক নেতার কটাক্ষ সহ্য করতে হচ্ছে যাদব পরিবারকে। এর আগে বিজেপির তরফে লালুকে কটাক্ষ করা হয়েছিল। এবার আরজেডির প্রাক্তন সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারিও লালুর বিরুদ্ধে প্রশ্ন তুললেন। তিনি জানতে চেয়েছেন, মেয়ে যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল,  লালু কি দেখতে পাচ্ছিলেন না?  একইসঙ্গে লালুকে ‘ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে, রোহিণীর পাশে দাঁড়িয়েছেন চিরাগ পাসওয়ান। যাদব পরিবারের ভাঙন নিয়ে শুরুতে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর দাবি ছিল, তেজস্বী, রোহিণী বা তেজপ্রতাপকে তিনি নিজের ভাইবোনের মতোই মনে করেন। চিরাগ বললেন,  বিয়ের পর শ্বশুরবাড়িটাই মেয়েদের একমাত্র বাড়ি, এটা ভাবা ভুল। 
  • Link to this news (বর্তমান)