• পালঘর গণহত্যা মামলায় অভিযুক্ত, কাশীনাথকে দলে নিচ্ছে না বিজেপি, ২৪ ঘণ্টায় ভোলবদল
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • পালঘর: একদিন আগেই মহাসমারোহে তাঁকে দলে নিয়েছিল বিজেপি। ৪ হাজার কর্মী-সমর্থক নিয়ে এনসিপি (শারদ গোষ্ঠী) ছেড়ে বিজেপিতে যোগ দেন কাশীনাথ চৌধুরী। এর জন্য পালঘরে এক বিশাল আয়োজনও করা হয়েছিল। তবে বিতর্কের মুখে চাপে পড়ে আপাতত কাশীনাথের দলভুক্তি স্থগিত রাখল পদ্মশিবির। 

    কেন বিতর্ক? ২০২০ সালে পালঘরের গণহত্যা মামলায় নাম জড়িয়েছিল কাশীনাথের। সেই ঘটনায় বিজেপি সরাসরি আঙুল তুলেছিল কাশীনাথের দিকে। সেই তিনিই বিজেপিতে যোগ দেওয়ায় শুরু হয় বিতর্ক। এরপরই ১৮০ ডিগ্রি ঘুরে গেল পদ্ম শিবির। রাজ্য বিজেপির তরফে সাফ জানানো হয়, এখনই কাশীনাথকে দলে নেওয়া হচ্ছে না। সরকারি তদন্ত নথি অনুযায়ী এই মামলায় কোনও এফআইআর বা চার্জশিটে কাশীনাথের নাম নেই। তবুও ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তাঁর যোগদান স্থগিত রাখা হয়েছে। বিষয়টি ফের খতিয়ে দেখা যাবে। বিজেপির ‘দ্বিচারিতা’ নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। তাদের দাবি, ‘কাশীনাথকেই এক সময় মূল অভিযুক্ত হিসেবে দাগিয়ে দিয়েছিল বিজেপি। এখন তাঁকেই দলে নিতে হচ্ছে!’
  • Link to this news (বর্তমান)