লখনউ: ফের পরাজয়। এবার বিহারে। ইন্ডিয়া শিবিরের শোচনীয় হারের জন্য শরিকদের নিশানায় কংগ্রেস। মগধ-ভূমে ভরাডুবির পর ফের জোটে হাত শিবিরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল সমাজবাদী পার্টি (সপা)। দলের বিধায়ক রবিদাস মেহরোতরা এবার ইন্ডিয়া জোটের নেতৃত্বের ব্যাটন অখিলেশ যাদবের হাতে তুলে দেওয়ার পক্ষে জোর সওয়াল করলেন। তাঁর দাবি, সপা সভাপতি অখিলেশকেই ইন্ডিয়া শিবিরের নেতৃত্বভার দেওয়া উচিত। উত্তরপ্রদেশে একাই সরকার গড়তে সক্ষম সপা।’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে যোগীরাজ্যে ৩৭টি আসনে জিতেছিল সমাজবাদী পার্টি।
বিহারে লোকসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। ২০২০ সালে ১৯টি আসনে জিতেছিল হাত শিবির। এবার ৬১ আসনে লড়ে তাঁদের জয় মাত্র ৬টি আসনে। কংগ্রেসের জোট শরিক আরজেডিও ৭৫ থেকে নেমে এসেছে ২৫-এ। বিহারে এই ফলের পরেই জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শরিকদের একাংশ। লোকসভা ভোটে ৯৯টি আসন পেলেও তারপর থেকে বিভিন্ন রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ। এর মধ্যে রয়েছে, হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যও।