• তেজস্বীই বিরোধী দলনেতা
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • পাটনা: ফের একবার বিহারে বিরোধী দলনেতা হচ্ছেন তেজস্বী যাদব। সোমবার আনুষ্ঠানিকভাবে তেজস্বীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করল আরজেডি। এরপর নিয়ম অনুযায়ী তাকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করবেন স্পিকার। আরজেডি মুখপাত্র শক্তি সিং বলেছেন, ‘জয়ী আরজেডি বিধায়করা তেজস্বীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন।’ দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, মিসা ভারতী, জগদানন্দ সিং রাও ওই বৈঠকে ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেতে গেলে অন্তত ১০ শতাংশ আসন পেতেই হত আরজেডিকে। বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের ১০ শতাংশ অর্থাৎ টায়েটায়ে ২৫টি আসনই পেয়েছে লালুপ্রসাদ যাদবের দল।
  • Link to this news (বর্তমান)