অযোধ্যা: আগামী ২৫ নভেম্বর বিবাহ পঞ্চমী। পুরাণ অনুসারে, এই দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম ও সীতা। এই বিশেষ দিনটি মহা সমারোহে উদযাপন করতে চলেছে অযোধ্যার রামমন্দির কর্তৃপক্ষ। ওই দিনটিতে ধ্বজা উত্তোলন হবে রামমন্দিরে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানান, রামলালার বিবাহ-উৎসবের এই ঐতিহ্যবাহী দিনে ধ্বজা উত্তোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। ওইদিন বহু ভক্ত সমাগমের আশা করছেন কর্তৃপক্ষ। ফলে প্রশাসনও ভিড় সামলাতে সমস্ত ব্যবস্থা নিচ্ছে। চম্পত রায় বলেন, ‘প্রধানমন্ত্রী সহ ভিআইপি অতিথিরা সম্ভবত দুপুর ২টোর মধ্যে অযোধ্যা ছেড়ে বেরিয়ে যাবেন। ফলে সাধারণ দর্শণার্থীদের কোনও অসুবিধাই হবে না।’ মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এ বছরের অনুষ্ঠানে থাকবে বিশেষ জাঁকজমক। রাম মন্দিরের সঙ্গে মহাদেব, গণেশ, হনুমান, সূর্যদেব, ভগবতী, অন্নপূর্ণা ও শেষাবতারের মন্দিরগুলিও সাজানো হবে। কয়েক সপ্তাহ ধরে এই প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, অযোধ্যা, কাশি ও দক্ষিণ ভারতের ১০৮ জন আচার্য পুজো আয়োজন করবেন। তাঁদের নেতৃত্বে থাকবেন কাশির বিদ্বান গণেশ্বর শাস্ত্রী। মন্দিরে উত্তোলিত হবে সূর্য চিহ্নযুক্ত গেরুয়া পতাকা। মন্দির কমিটির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানান, বেশিরভাগ নির্মাণ কাজ শেষ। এখন চলছে সৌন্দর্যায়ন ও উদ্যান প্রস্তুতি। পতাকা উত্তোলনের সময় যাতে কোনও বাধা না আসে, তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞরা প্রযুক্তিগত দিকগুলি পরীক্ষা করছেন।