বুলবুলচণ্ডী হাসপাতালে তিনমাসে হবে বিনামূল্যে রক্ত পরীক্ষা কেন্দ্র
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, হবিবপুর: বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে বিনামূল্যে রক্ত পরীক্ষা কেন্দ্র। ইতিমধ্যে হাসপাতাল চত্বরে নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কাজ তিনমাসের মধ্যে শেষ হলেই পরিষেবা শুরু করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। বিষয়টি জানতে পেরে খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। হবিবপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলী বলেন, রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা শীঘ্রই চালু হবে। বিল্ডিং নির্মাণ শেষ হলেই পরিষেবা শুরু করব। রোগীর আত্মীয়দের দাবি, বিনামূল্যে রক্ত পরীক্ষা কেন্দ্র চালু হলে উপকৃত হবেন হবিবপুর বিধানসভা এলাকায় প্রচুর আদিবাসী সাধারণ মানুষ। তাছাড়া, হাসপাতালে দালাল চক্রের হাত থেকে রেহাই পাবেন অনেক রোগীর আত্মীয়রা। জানা গিয়েছে, আদিবাসী অধ্যুষিত হবিবপুর ও বামনগোলা ব্লকের প্রচুর অসহায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আসতে হয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে বেসরকারি সংস্থার মাধ্যমে কম পয়সায় রক্ত পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে। তারপরেও দালালদের খপ্পরে পড়ে হাসপাতালের সামনে থাকা বিভিন্ন বেসরকারি কেন্দ্রে রক্ত পরীক্ষা করাতে গিয়ে রোগীর অনেক টাকা খরচ ও হয়রানি হয় বলে অভিযোগ। একাধিকবার বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে পুলিশ, প্রশাসনের সহযোগিতায় দালালদের দৌরাত্ম্য কিছুটা কমেছে। রোগীর আত্মীয় সমর দাস বলেন, এই পরিষেবা চালু হলে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের খরচ কমবে। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না অনেকে। দালালরাও রোগী ও পরিজনদের বিভ্রান্ত করে তাঁদের বাইরে রক্ত পরীক্ষা করাতে নিয়ে যায়। এতে খরচ বেড়ে যায়। এবার সেই সমস্যা মিটবে। নিজস্ব চিত্র