ষড়ানন রূপে কার্তিক পুজোকে ঘিরে উৎসব হবিবপুরের দক্ষিণ চাঁদপুরে
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: ষড়ানন রূপে কার্তিক পুজোকে কেন্দ্র করে উৎসবে মাতলেন স্থানীয় বাসিন্দারা। পুজোকে ঘিরে সাতদিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায় ছয় মাথা ও বারো হাত বিশিষ্ট কার্তিকের বিশেষ রূপ দেখতে ভিড় জমান ভক্তরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবার পুজোর ৬৭তম বর্ষ। বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্ত পুজো দিতে আসেন। মানত পূরণ হলে ছোট ছোট কার্তিক মূর্তি দেওয়ার রীতি চলে আসছে বহুদিন ধরে। গ্রামের চারজন যুবক উদ্যোগ নিয়ে প্রথম এই পুজো শুরু করেছিলেন। শুরু থেকেই প্রতিমা নিয়ে তাঁদের ভাবনা ছিল একটু অন্যরকম। তাই কার্তিকের ষড়ানন রূপ ফুটিয়ে তোলা হয়।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ নবীন মণ্ডল জানান, অসুর দমনের জন্য মহাদেব ও পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হয়। সদ্যোজাতের রূপ দেখে ছ’জন মহিলা তাঁকে সন্তান রূপে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁদের বাসনা পূরণের জন্য সদ্যোজাত কার্তিক ছ’টি মাথা ও ১২টি হাত নিয়ে এক অপূর্ব রূপ ধারণ করেছিলেন। এরপর একসঙ্গে ছয় মায়ের স্তনপান করেছিলেন বলেই কার্তিকের এই রূপকে ষড়ানন বলা হয়ে থাকে। পাশাপাশি, এখানে কার্তিকের পায়ের নীচে অসুরকে রাখা হয়। ডান পাশে মা পার্বতী ও বাম দিকে নারদের মূর্তি রাখার প্রচলন আছে।
মন্দির কমিটির সম্পাদক বাপ্পা মণ্ডল বলেন, পুজোকে কেন্দ্র করে সাতদিন বিভিন্ন জায়গার নামী শিল্পীদের নিয়ে যাত্রাপালার আয়োজন করা হয়েছে। প্রচুর মানুষের সমাগম হবে বলে সবরকম ব্যবস্থা করা হচ্ছে। নিজস্ব চিত্র