• উত্কর্ষ বাংলা প্রকল্প:৩৯০ ঘণ্টা ট্রেনিং শেষে ১৪ মহিলাকে জব অফার লেটার
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। পুরাতন মালদহ ব্লকে উৎকর্ষ বাংলার অধীনে ৩৯০ ঘণ্টা ট্রেনিং শেষে রানিগঞ্জ গার্মেন্ট শিল্প সমবায় সমিতির অধীনে সোমবার ১৪ জন মহিলাকে জব অফার লেটার দেওয়া হল। তাঁরা সমবায়ে কাপড় সেলাইয়ের কাজ করবেন। মাসিক ৬ হাজার টাকা করে দেওয়া হবে সকলকে।

    উৎকর্ষ বাংলার গাজোলের ইনচার্জ অমিত হালদার বলেন, ওই সমবায়ের পক্ষ থেকে ১৪ জনকে অফার লেটার দেওয়া হয়েছে। তাঁরা সমবায়ে কাপড়ের কাজ করবেন। পরবর্তীতে ওই সমবায় স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির কাজ পেলে ওই মহিলাদের দিয়ে করানো হবে।  

    ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎকর্ষ বাংলার অধীনে গত মে-তে গাজোলে ৩৩ জন মহিলাকে ট্রেনিং দেওয়া শুরু হয়। তাঁদের মোট ৩৯০ ঘণ্টা ট্রেনিং দেওয়া হয়েছে। ২৭ জন উত্তীর্ণ হন। তবে, অভিজ্ঞতা এবং কাজের মানের নিরিখে ১৪ জনকে অফার লেটার দেওয়া হয়েছে। 

    এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহকারী সভাপতি শিখা মণ্ডল সরকারসহ অন্যরা। অন্যদিকে, ট্রেনিংয়ে পাশ করা মহিলাদের একাংশ অফার লেটার পাননি। তাঁদের বাড়িতে বসে না থাকার পরামর্শ দিয়েছেন মালদহ জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল। ওই মহিলারা প্রশাসনের কাছে আবেদন করলে ১৫ হাজার টাকা করে পাবেন। সেই অর্থে সেলাই মেশিন কিনে বাড়িতে কাজ করলে উপার্জন করা যেতে পারে বলে ম্যানেজার জানিয়েছেন। গাজোলের বিডিও বলেন, সেলাই শিখে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। 

    এদিন অফার লেটার পেয়ে ভীষণ খুশি গাজোলের বাসিন্দা শ্রাবন্তী বিশ্বাস। বলেন, বাড়িতে সময় নষ্ট না করে মন দিয়ে ট্রেনিং করেছিলাম। অফার লেটার পাব ভাবিনি। মন দিয়ে কাজ করব।  গাজোলে প্রশিক্ষণ শেষে জব অফার লেটার তুলে দেওয়া হয় মহিলাদের।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)