শিবিরে নিজেই ফর্ম পূরণ করছেন কংগ্রেস সাংসদ ঈশা, সহায়তা কেন্দ্রের নিরিখে উধাও বিরোধীরা, দাবি জেলা তৃণমূলের
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, মালদহ: এবার এসআইআর ফর্ম পূরণ করতে আসরে নামলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। রবিবার রাতে কালিয়াচকের জালালপুরে একটি এসআইআর সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ঈশা। এরপর বসে পড়েন ফর্ম পূরণ করতে। সব দেখে তৃণমূলের কটাক্ষ, দলে সক্রিয় কর্মী কম থাকাতেই ময়দানে নামতে হয়েছে খোদ কংগ্রেস সাংসদকে। অন্যদিকে, ইংলিশবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এসআইআর ফর্ম পূরণের সক্রিয়তার নিরিখে বিরোধীদের থেকে তৃণমূল কয়েক যোজন এগিয়ে বলে দাবি নেতৃত্বের। বিজেপির উপস্থিতি নামমাত্র হলেও ময়দানে সেভাবে নেই কংগ্রেস ও বামেরা বলে দাবি রাজ্যের শাসকদলের। ঈশা বলেন, কালিয়াচকের জালালপুরে কেন্দ্রীয়ভাবে রবিবার রাতে এসআইআর সহায়তা কেন্দ্র চালু করেছি। প্রথম দিন প্রায় ৭০ জন ওই শিবিরে এসেছিলেন। আমাদের বিএলএরা নিচুস্তরে সক্রিয়ভাবে কাজ করছেন। ইংলিশবাজারে জেলা কার্যালয়ে আমাদের এসআইআর সহায়তা শিবির রয়েছে। তবে, ইংলিশবাজারের প্রতি বুথে আমাদের সহায়তা শিবির এখনও নেই। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি শুভময় বসু বলেন, রাজনৈতিক বাস্তব হল, কংগ্রেসের কর্মী সংখ্যা কার্যত নেই বললেই চলে। তাই সাংসদ নিজে এমন কিছু শিবির করে দলের কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছেন। তাতে কোনও লাভ হবে না। অন্যদিকে, ইংলিশবাজার টাউন তৃণমূলের সহ সভাপতি সুজিত সাহার মন্তব্য, এই পুরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে একাধিক এসআইআর সহায়তা শিবির রয়েছে আমাদের। বিজেপি বিচ্ছিন্নভাবে কিছু শিবির করেছে। কিন্তু সেখানে লোক হচ্ছে না। কংগ্রেস ও বামেরা তো উধাও। এতেই প্রমাণিত হয়, মানুষ এসআইআর ফর্ম পূরণেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের উপর আস্থা রাখছেন। বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের দাবি, ইংলিশবাজারের প্রতিটি ওয়ার্ডে বিজেপি এসআইআর সহায়তা শিবির খুলেছে। এমনকি যাঁরা সিএএ নিয়ে পরামর্শ চাইছেন, তাঁদেরও সব রকম সাহায্য করা হচ্ছে। বামফ্রন্টের জেলা আহ্বায়ক কৌশিক মিশ্র বলেন, ইংলিশবাজারে যেখানে যেখানে আমাদের কার্যালয় রয়েছে, এসআইআর সহায়তা শিবির করছি। তৃণমূল শাসকদল বলে বাড়তি সুবিধা পাচ্ছে। নিজস্ব চিত্র