• ডালখোলা পুরসভায় স্থগিত বৈঠক গোপন ডেরায় ‘বিদ্রোহী’ কাউন্সিলাররা!
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: নাটকীয় পট পরিবর্তন! ডালখোলা পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েন রোজই নতুন দিকে মোড় নিচ্ছে। ১৮ নভেম্বর বোর্ড অফ কাউন্সিলার বৈঠক ডাকা হলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। এদিকে, সুজনা দাসকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে অস্বীকার করা ১০ জন ‘বিদ্রোহী’ কাউন্সিলারকে ঘিরে শুরু হয়েছে নয়া গুঞ্জন। সূত্রের খবর, মঙ্গলবারের পূর্বঘোষিত বৈঠকের আগে একজোট থাকতে দলবেঁধে কোনও হোটেলে ডেরা বেঁধেছেন বিদ্রোহী কাউন্সিলাররা। তাঁদের ফোন করা হলে জানান শহরের বাইরে রয়েছেন। তা থেকেই গোপন জায়গায় থাকার তত্ত্ব আরও জোরালো হয়েছে।

    এদিন ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদের পাঠানো সভা বাতিলের চিঠি ঘিরেও বিতর্ক শুরু হয় সোমবার। ওই চিঠিতে ভুলবশত ১৮ নভেম্বরের জায়গায় ডিসেম্বর হয়ে গিয়েছিল। ত্রুটি ধরা পড়তেই সেই চিঠি ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু, প্রশ্ন উঠছে ২৪ ঘণ্টারও কম সময়ের আগে হোয়াটসঅ্যাপে চিঠি দেওয়া নিয়ে। যদিও ফিরোজ বলেন, দলের নেতৃত্বের নির্দেশে বৈঠক স্থগিত করার চিঠি ইস্যু করেছিলাম। কিন্তু তাতে ১৮ নভেম্বরের জায়গায় ডিসেম্বর হয়ে গিয়েছিল। আবার নতুন করে চিঠি দেওয়া হয়েছে। প্রথম চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠানো হলেও ওই কাউন্সিলাররা দেখেননি।

    দলের নির্দেশে গত সোমবার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের স্বদেশ সরকার। তাঁর স্থানে নতুন চেয়ারম্যান হিসেবে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার সুজনার নাম ঘোষণা করেছে দল। তবে, তাঁকে পুর চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না বলে বিদ্রোহ করেছেন দলেরই একাংশ কাউন্সিলার। পরিবর্তে অভিজ্ঞ কাউকে ওই পদে বসানোর দাবি জানিয়ে ১০ জন কাউন্সিলার একটি চিঠি নেতৃত্বের কাছে দিয়েছেন। এদিকে, ১৮ নভেম্বর নতুন চেয়ারম্যান বেছে নেওয়ার দিন ঘোষণা করে কাউন্সিলারদের চিঠি দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান। এবার তা স্থগিতের চিঠি ইস্যু হওয়া নিয়েও চর্চা কম নয়।

    বৈঠক স্থগিত হওয়ার কোনও চিঠি পাননি বলে দাবি করেছেন ১০ জন কাউন্সিলার। ফলে, মঙ্গলবার পূর্ব নির্ধারিত  সময়ে তাঁরা পুরসভায় উপস্থিত হবেন। যে কোনও বৈঠক স্থগিত করার অন্তত ২৪ ঘন্টা আগে চিঠি দেওয়ার নিয়ম। কিন্তু ডালখোলায় তা মানা হচ্ছে না বলেও আলোচনা শুরু হয়েছে। কাউন্সিলার তনয় দে বলেন, আমি বাইরে আছি। স্থগিত হওয়ার কোনও চিঠি পাইনি।

    আরেক কাউন্সিলার গোপাল রায়ের কথায়, আমার কাছেও কোনও চিঠি আসেনি। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)