• রবি ঘোষের ইস্তফা ইস্যুতে পার্থপ্রতিমের বাড়িতে বৈঠক, চিঠি দিচ্ছেন দলনেত্রীকে
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানাবেন রবি অনুগামীরা। সোমবার প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বাড়ির অফিসে রবি অনুগামীরা বৈঠকে বসেন। সেখানে জেলার বিভিন্ন ব্লক থেকে রবি ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মীরা হাজির ছিলেন। তাঁদের সাফ কথা, রবীন্দ্রনাথ ঘোষের মতো প্রথম সারি নেতা, যিনি কোচবিহারে দলকে প্রতিষ্ঠা করেছিলেন তাঁকে এভাবে সরিয়ে দিলে তাঁরাও বসে যাবেন। ফলে চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে দল যে কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। 

    এদিনের বৈঠকে থেকে জানা গিয়েছে, ২০ নভেম্বর রাসমেলা শেষ হচ্ছে। ২১ নভেম্বর লিখিত আকারে এই চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে। বৈঠকে রবি ঘোষ নিজেও ছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ছিলেন জেলা পরিষদের সদস্য তথা দলের কোচবিহার-২ ব্লকের প্রাক্তন সভাপতি পরিমল বর্মন, কোচবিহার-১ ব্লকের প্রাক্তন সভাপতি তথা জেলা কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খোকন মিয়াঁ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

    চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে কোচবিহারে দল যে কার্যত বিপাকে পড়েছে তা একপ্রকার স্পষ্ট। যে পাঁচজনকে পদত্যাগ করতে বলা হয়েছিল তারমধ্যে চারজন ইস্তফা দিয়েছেন। কিন্তু দুঁদে রাজনীতিবিদ রবীন্দ্রনাথ ঘোষ দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কাছ থেকে পদত্যাগ করার বার্তা পেয়েই দাবি করেন, এটা জেলা সভাপতির এক্তিয়ারের মধ্যে পড়ে না। নেত্রী বা রাজ্য নেতৃত্ব সরাসরি তাঁকে নির্দেশ দিলে সরে যেতে বিলম্ব করবেন না। 

    যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন, এই বৈঠক প্রসঙ্গে তাঁর কিছু জানা নেই। বৈঠক শেষে রবি ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পার্থপ্রতিম রায় দলের মুখপাত্র। এই প্রসঙ্গে যা বলার উনিই বলবেন। পরিমল বর্মন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। একতরফা যা কিছু চলছে সেটা ঠিক নয়। দলের পুরনো কর্মীদের ছেঁটে ফেলার একটা চক্রান্ত নীচ থেকে উপর পর্যন্ত চলছে। কর্মীদেরও অভিযোগ, যা চলছে তা ঠিক চলছে না। রবিবাবুকে ছেঁটে ফেলার যে চক্রান্ত সেটা ঠিক নয়। আমরা দলনেত্রীকে লিখিতভাবে জানাব। তিনি নির্দেশ দিলে আমরা কিছু করব না। নেত্রী বা সুব্রত বক্সি বললে আমরা চুপ করে বসে যাব। খোকন মিয়াঁ বলেন, রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমরা দলনেত্রী ও সুব্রত বক্সিকে লিখিত ভাবে জানাব। 

    পার্থপ্রতিম রায় বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করব না। তবে আমার বাড়িতে একটা বৈঠক হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটা দলনেত্রীর কাছে লিখিতভাবে জানানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)