• ভিড়িঙ্গি কালীর অধিষ্ঠান তিথি, উদ্দীপনা
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আগামী বুধবার ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দিরের অধিষ্ঠান তিথি উপলক্ষে মন্দির চত্বরে সাজো সাজো রব। এদিনই ভিড়িঙ্গি শ্মশানকালী মায়ের ১৭৪তম বাৎসরিক পুজোও অনুষ্ঠিত হবে। আজ,  মঙ্গলবার বহু ভক্ত পুজোর বার উপলক্ষে মন্দির চত্বরে প্রসাদ গ্রহণ করবেন। প্রায় ১০ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন বলে উদ্যোক্তারা জানিয়েছে। বুধবার সকালে মাকে দই চিড়ে ভোগ দেওয়া হয়। সন্ধ্যায় শ্মশানের আধপোড়া আড়াই মদ কাঠ ও পাঁচ সের সিঙ্গারণ ধুনো দিয়ে যজ্ঞ অনুষ্ঠিত হবে। রাতে মায়ের বিশেষ পুজো হবে। ১০০৮টি বেলপাতা দিয়ে হোম করা হবে। রাত ৩টের সময়ে মাকে ভোগ দেওয়া হবে। তারপর রাত থেকেই ভক্তদের সারিবন্ধ ভাবে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। বাৎসরিক পুজোয় প্রতি বছর হাজার হাজার ভক্ত এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকেন। সাধক অক্ষয়কুমার রায় তাঁর নাগা বাবার(আনন্দগিরি মহারাজ) নির্দেশে ১৮৫২ সালে এ‌ই মন্দিরের প্রতিষ্ঠা করেন। সেই সময় নাগা বাবা নির্দেশে একটি পঞ্চশূল মায়ের সম্মুখে প্রতিষ্ঠা করেন। এখনও প্রতি বছর মায়ের বাৎসরিক পুজো দিন মায়ের মূর্তি পরিবর্তনের সময়ে সেই পঞ্চশূল কেঁপে ওঠে। এই ঘটনা চাক্ষুস করতে সেই সময় মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। মন্দিরের সেবাইত সাধনকুমার রায় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রীতি মেনে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)