• কাটোয়ায় কার্তিক লড়াইয়ে ভিনদেশ থেকে এল ব্যান্ড
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • অনিমেষ মণ্ডল, কাটোয়া: কাটোয়ায় কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় আসছে আন্তর্জাতিক মানের বাজনা। কেউ প্লেনে করে ব্যান্ডের শিল্পীদের আনছে। কোনও উদ্যোক্তা আবার সুদূর কেরল, মহারাষ্ট্র থেকে ভলভো বাসে করে শিল্পীদের আনছে। রাশিয়া থেকেও দু’জন শিল্পী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা মাতাতে আসছেন। গত কয়েক বছরেই কার্তিক লড়াইয়ের জৌলুস অনেকটা বেড়েছে, মানছেন বাসিন্দারা। জমজমাট শোভাযাত্রা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। আজ, মঙ্গলবার শোভাযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিস। মোট ১৩০০জন পুলিশকর্মী মোতায়েন থাকবেন।  

    আজ, মঙ্গলবার শহরে শোভাযাত্রা। একসময় কার্তিক লড়াইয়ের ভরসা ছিল কলকাতা ও শান্তিপুরের ব্যান্ড। নানা বাদ্যযন্ত্র কাঁধে নিয়ে ট্রেনে শহরে আসতেন তাঁরা। গত কয়েক বছরেই সেই চেনা ছবি উধাও। এখন শহরে আন্তর্জাতিক মানের শিল্পীদের আনা হচ্ছে। ওইসমস্ত শিল্পীদের মূলত বলিউডের কোনও নামী তারকার বাড়ির অনুষ্ঠানে দেখা যায়। ব্যান্ডপার্টি আনতে এবার উদ্যোক্তারা প্রায় দু’কোটি টাকার খরচ করছেন বলে জানা গিয়েছে। অক্সিজেন ক্লাব এবার মহারাষ্ট্রের পুনে থেকে শিবমুদ্রা ঢোল-তাসা আনছে। পাশাপাশি মধ্যপ্রদেশের ব্রাশ ব্যান্ড, দিল্লির ব্রিজ ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড। তাদের বিমানে উড়িয়ে আনা হচ্ছে। ক্লাবের সদস্য বাবুলাল শেখ বলেন, আমাদের ক্লাবে শুধু শিল্পীদের আনতে মোট ৩২লক্ষ টাকা খরচ হচ্ছে। পিছিয়ে নেই ঝংকার ক্লাব। তারাও এবার মহারাষ্ট্রের ঢোল তাসা, কেরলের ড্রাম বাজনা আনছে। ভলভো বাসে করেই শিল্পীরা আসছেন। এছাড়া শহরে আরও বেশ কয়েকটি ক্লাব ব্রাশব্যান্ড আনছে। শহরের একটি ব্রাশ ব্যান্ডে রাশিয়ার দু’জন শিল্পী যোগ দেবেন। শোভাযাত্রার জন্য দেদার টাকা খরচ করছেন উদ্যোক্তারা। শিল্পীদের থাকা-খাওয়া, হোটেল ও যাতায়াতের খরচ বহন করতে হবে উদ্যোক্তাদেরই। যা দেখে চমকে উঠছেন শহরের অনেকেই। প্রবীণ বাসিন্দাদের একাংশ বলছেন, কার্তিক লড়াইয়ে এত দামি বাজনা আসবে তা আমরা আগে স্বপ্নেও ভাবতে পারিনি। আন্তর্জাতিক মানের ব্যান্ডের প্রতিযোগিতা দেখার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন।

    শোভাযাত্রার জন্য অফিসার, ডিএসপি মিলে প্রায় ১৩০০জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন। দু’জন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন ডিএসপি শোভাযাত্রায় থাকবেন। কয়েকদিন আগে রাস উপলক্ষ্যে দাঁইহাটে ভিনরাজ্যের এমন বাজনা দেখতে গিয়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তার পুনরাবৃত্তি ঠেকানোই চ্যালেঞ্জ পুলিশের। এক পুলিশ আধিকারিক জানান, শোভাযাত্রার জন্য সবরকম বন্দোবস্ত করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)