তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে ইডিকে চিঠি অগ্নিমিত্রা পলের
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নিজের বিধানসভা এলাকায় অবৈধ বালির কারবার চলছে বলে সরব হলেন অগ্নিমিত্রা পল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিলেন তিনি। সোমবার সাংবাদিক সম্মেলন করে তা প্রকাশ্যে আনেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা। তিনি অভিযোগ করেন, তাঁর বিধানসভা এলাকার মধ্যে রয়েছে আসানসোল পুরসভার ৮৭নম্বার ওয়ার্ডের ডামরা এলাকা। এখানে অবৈধভাবে বালির কারবার চলছে। একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে তিনি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই এলাকার তৃণমূল কাউন্সিলার তরুণ চক্রবর্তী এই কারবারের সঙ্গে যুক্ত। বিধায়ক বলেন, এলাকায় রাস্তা দখল করে প্লটিং করছেন তৃণমূল কাউন্সিলার।
৮৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তরুণ চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে পারলে কাউন্সিলার পদ ছেড়ে দেব। চার বছরের বেশি সময় ধরে উনি এলাকার বিধায়ক। কোনওদিন এলাকায় এসেছেন? বহু আগে থেকে এই এলাকায় অবৈধ বালির কারবার চলছে। কাউন্সিলার হওয়ার পর আমি চিঠি দিয়ে তার প্রতিবাদ করেছি। সাড়ে চার বছরে উনি কেন একবারও এনিয়ে সরব হননি? কাটমানি বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে বোকা বানাতে কি শেষ মুহূর্তে এসব করছেন?