ডিউটিতে ফাঁকি, পূর্ব মেদিনীপুরের ৬টি থানার ১৭ সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ বদলি
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তাদের কাজকর্ম নিয়ে বিস্তর অভিযোগ ছিলই। ডিউটিতে ফাঁকি দেওয়ার অভ্যাসও জাঁকিয়ে বসেছিল। সতর্ক করার পরও লাইনে আসছিল না। অবশেষে পূর্ব মেদিনীপুরে ছ’টি থানার ১৬জন সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে দূরবর্তী জায়গায় বদলি করা হল। তাদের প্রত্যেকের নিজের থানা এলাকায় পোস্টিং ছিল। ১৭জনকেই সাব ট্রাফিক গার্ডে(এসটিজি) বদলি করা হয়েছে। নিজেদের থানা থেকে দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে। এমনকি, কয়েকজনের বদলি নিজেদের থানা থেকে ৫০-৬০কিলোমিটার দূরেও হয়েছে। গত ১২নভেম্বর জেলা পুলিশের পক্ষ থেকে ওই বদলির অর্ডার বেরনোর পরও বেশ কয়েকজন নেতাদের ধরে বদলি আটকানোর মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ট্রাফিক বিভাগে আমাদের কিছু কর্মীর প্রয়োজন ছিল। সেজন্য বিভিন্ন থানা থেকে সিভিক ভলান্টিয়ারদের তুলে সাব ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে।
বদলি হওয়া ১৭জনের মধ্যে শুধুমাত্র নন্দীগ্রাম থানার আটজন সিভিক ভলান্টিয়ার ও একজন ভিলেজ পুলিশ রয়েছে। কেউ কেউ ডিউটি ফাঁকি দিত বলেও অভিযোগ। তাদের বেছে বেছে হেঁড়িয়া, রামনগর, এগরা, চণ্ডীপুর, নন্দকুমার, কাঁথি ও তমলুক ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে। নন্দীগ্রাম থেকে রামনগর, এগরা ও তমলুক অনেক দূরত্ব। তা সত্ত্বেও সেখান থেকে দূরবর্তী এলাকার ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে। সতর্ক করার পরও লাইনে না আসার মাশুল হিসেবে এই শাস্তিমূলক বদলি বলে সূত্রের খবর।
ভিলেজ পুলিশরা মূলত নিজের এলাকার খবর থানায় শেয়ার করে। এছাড়া, নোটিস ইস্যু কিংবা নিজের এলাকার কোনও ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যায়। নন্দীগ্রামের এক ভিলেজ পুলিশকে তমলুক সাব ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে। এছাড়াও মারিশদা থানার এক সিভিক ভলান্টিয়ারকে চণ্ডীপুরে ট্রাফিকে বদলি করা হয়েছে। ময়না থানার তিনজন সিভিক ভলান্টিয়ারকে চণ্ডীপুর ট্রাফিকে বদলি করা হয়েছে। কোলাঘাট থানার একজন এবং পাঁশকুড়া থানার দু’জন সিভিক ভলান্টিয়ারকে তমলুক ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে। এছাড়া, দুর্গাচক থানার একজন সিভিক ভলান্টিয়ার নন্দকুমার সাব ট্রাফিক গার্ডে বদলি হয়েছে।
পাঁশকুড়ার চিপস কাণ্ড থেকে ভগবানপুর থানার ভীমেশ্বরীতে হস্টেলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে। সম্প্রতি জুনপুট কোস্টাল থানা এলাকায় এক ঝামেলার এগরার বিজেপির পঞ্চায়েত সদস্যের পাশাপাশি এক সিভিক ভলান্টিয়ারও গ্রেফতার হয়। সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। এই অবস্থায় তাদের সতর্ক করার পরও অনেকেই শোধরায়নি বলে অভিযোগ। এই অবস্থায় তাদের ‘টাইট’ দিতে দূরবর্তী এলাকায় ট্রাফিক গার্ডে বদলি করে দেওয়া হল। সিভিক ভলান্টিয়াররা প্রত্যেকে নিজের থানা এলাকায় ডিউটি করে। তাদের অন্য থানায় পোস্টিং দেওয়া হয় না। কিন্তু, ট্রাফিক বিভাগকে সাজানোর নামে বাছাই করা ওই সিভিক ভলান্টিয়ারদের একেবারে দূরবর্তী জায়গায় বদলি করে দেওয়া হল।