• দুবরাজপুরে পাহাড়েশ্বর মন্দিরের টয় ট্রেন আবার চালুর দাবি স্থানীয়দের
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, সিউড়ি: পর্যটনকেন্দ্র হিসাবে জনপ্রিয় বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর পার্ক। এখানে পর্যটক টানতে নানা উদ্যোগ নেয় প্রশাসন। আকর্ষণ বাড়াতে টয় ট্রেনও চালু হয়েছিল। কিন্তু বাস্তবে দুবরাজপুরের পাহাড়েশ্বর পার্কের সেই টয় ট্রেন এখনও অকেজো হয়ে পড়ে রয়েছে। সেকারণেই হতাশ পর্যটকরা। এবার শীতের মরশুমে ওই টয় ট্রেন ফের সচল করার দাবি তুলছেন স্থানীয়রা। পুরসভার তরফেও বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 

    দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দির ও মামা ভাগ্নে পাহাড় জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে একদিকে রয়েছে মনোরম পরিবেশ, সঙ্গে পাবেন গাছগাছালি। স্থানীয়দের দাবি, মামা-ভাগ্নে পাহাড়ের অনন্য প্রাকৃতিক শিলাস্তর, প্রকৃতিপ্রেমী ও ভূতাত্ত্বিকদের কাছে খুবই আকর্ষণীয়। যার জন্য শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এই এলাকা। স্থানীয়দের দাবি, মামা-ভাগ্নে পাহাড় এলাকায় বারো মাসই প্রচুর ভিড় হয়। বিশেষ করে শীতের মরশুমে ভিড় অনেকটাই বাড়ে। এই জেলার পাশাপাশি ভিন জেলা ও অন্য রাজ্য থেকেও প্রচুর মানুষ এসে থাকেন মামা-ভাগ্নে পাহাড় দেখতে। এছাড়া পিকনিক স্পট হিসাবেও এই এলাকার জনপ্রিয়তা রয়েছে। এসব দেখেই পর্যটকদের আরও আকৃষ্ট করতে বছর আটেক আগে পাহাড়েশ্বর পার্কে টয় ট্রেন পরিষেবা চালু কর পুরসভা। মূলত, টয় ট্রেনে করে ওই গোটা পার্ক ঘুরিয়ে দেখানো হত। 

    পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সাল নাগাদ পার্কে সাংসদ তহবিলের প্রায় ২১ লক্ষ টাকা ব্যয়ে এই টয় ট্রেন কেনা হয়। পার্কে ঢুকতে টিকিট মূল্য দিতে হত ১০ টাকা। এরপর টয় ট্রেনে চাপার জন্য আলাদাভাবে আরও ২০ টাকার টিকিট কাটতে হত। জানা গিয়েছে, এই টয় ট্রেন দেখা ও চাপার জন্য পার্কে পর্যটকদের ভিড়ও বেড়ে গিয়েছিল। কিন্তু এই পরিষেবা বেশি দিন স্থায়ী হয়নি। চালুর কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যায় ট্রেনটি। 

    পুরসভা ও স্থানীয়দের দাবি, ২০২২ সালে মেরামত করে পুনরায় কয়েকদিনের জন্য চালু করা যায় ট্রেনটি। কিন্তু দেখভালের অভাবে ট্রেনটি ফের বিকল হয়ে পড়েছে। আর তাতেই ফের ট্রেনটি চালুর দাবি উঠেছে। এলাকাবাসী সৌমেন সেন, বিক্রম দত্তরা বলেন, টয় ট্রেন চালু হলে মানুষের ভিড় বাড়বে। দুবরাজপুরের লোকজন তো যায়। পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও প্রচুর মানুষ এই টয় ট্রেনে চাপার জন্য আগ্রহী। তাই এটা সারানো প্রয়োজন। এটি এক সময় এলাকার একটি আকর্ষণীয় জিনিস হয়ে উঠেছিল। 

    পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আমরা ওই পার্কে আরও কিছু সংস্কারের জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে আবেদন করেছি। এছাড়া টয় ট্রেনের বিষয়টিও দেখছি কি করা যায়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)