• হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিনিয়োগ, পৌনে দু’কোটি খোয়ালেন সল্টলেকের প্রৌঢ়
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিনিয়োগের ফাঁদ। তাতে পা দিয়ে পৌনে ২ কোটি টাকা খোয়ালেন সল্টলেকের এক প্রৌঢ়। উচ্চ রিটার্নের টোপ দিয়ে তাঁকে এই বিপুল টাকা বিনিয়োগ করানো হয়েছিল। কিন্তু, টাকা তোলার সময় হলে তিনি দেখেন, কোনও টাকা তুলতে পারছেন না! তারপরই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তখন তিনি সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

    পুলিশের দাবি, এই ধরনের প্রতারণা দিন দিন বাড়ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াও টেলিগ্রাম গ্রুপেও যুক্ত করে এই প্রতারণা হচ্ছে। তাই ওই ধরনের গ্রুপে যুক্ত হলেই সতর্ক হতে হবে। দ্বিতীয়ত, যে কোনও ধরনের বিনিয়োগের আগেই বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে ভালো করে যাচাই করা উচিত। তা না হলে ভবিষ্যতে বিপদ আসতে পারে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা প্রথমে ওই প্রৌঢ়কে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠায়। যাতে যুক্ত হতে বলে। তিনি যুক্ত হওয়ার পর তাঁকে একটি ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে বলেন। তারপর একজন প্রতারক তরুণী তাঁকে বিনিয়োগ নিয়ে ‘গাইড’ করতে শুরু করেন। ওই তরুণী কেবলমাত্র হোয়াটসঅ্যাপ কলে কথা বলছিলেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই প্রৌঢ় মোট ১ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা, অর্থাৎ, প্রৌনে ২ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেন।

    এর কিছুদিন পর তিনি টাকা তুলতে যান। কিন্তু, কোনও টাকা তুলতে পারছিলেন না তিনি। প্রতারকরা তাঁকে জানান, তাঁর স্কোর নাকি ডাউন হয়ে গিয়েছে। ফাইভ পয়েন্ট রেটিং দরকার। তার জন্য আরও ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তা না হলে তিনি টাকা তুলতে পারবেন না। এরপর তিনি রিটার্ন বাদে বিনিয়োগ করা মূলধন ফিরে পেতে চান। কিন্তু, তাও পাননি। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
  • Link to this news (বর্তমান)