নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর স্ত্রীকে ফলো করেন প্রতিবেশী এক ডাক্তার। এমনই অভিযোগ এনেছিলেন এক ব্যবসায়ী। এই নিয়েই বিরোধ ওই ডাক্তার ও ব্যবসায়ীর মধ্যে। তার জেরেই ওই ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ওই ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর এলাকায়। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানা। তাঁকে অবশ্য জামিন দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডাক্তার ও ব্যবসায়ী পাশাপাশি বাড়িতে থাকেন। ব্যবসায়ীর দাবি, অনেকদিন ধরেই তাঁর স্ত্রীকে বিরক্ত করছিলেন ওই ডাক্তার। স্ত্রী যেখানেই যেতেন, তাঁকে ফলো করতেন তিনি। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসাও হয়েছে কয়েকবার। ১৪ নভেম্বর বিবাদ চরমে ওঠে। ব্যবসায়ীর অভিযোগ, স্ত্রী ওইদিন যখন হেঁটে যাচ্ছিলেন, তাঁকে ফলো করেছিলেন ওই ডাক্তার। এই সময় তর্কাতর্কি থেকে হাতাহাতিতে জড়ান দু’জন। তখন তাঁকে গলা টিপে খুনের চেষ্টা করেন ওই ব্যক্তি। এই ঘটনার পর নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে। তদন্তে নেমে সোমবার সকালে ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ এবং আলিপুর আদালতে পেশ তোলে। তবে অভিযুক্ত যে মারধর করেছেন, এমন কোনও প্রমাণ না মেলায় তাঁকে জামিন দেন বিচারক।
অন্যদিকে, কড়েয়া এলাকায় তোলাবাজির টাকা না দেওয়ায় আবসার হোসেন নামের এক ব্যবসায়ীকে ভারী বস্তু দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় মোক্তার আলম নামের ওই ব্যক্তি তাঁর পথ আটকায়। প্রথমে চপার দিয়ে আঘাতের চেষ্টা করে। কিন্তু আবসার নিজেকে সরিয়ে নিলে ভারী কিছু দিয়ে মারা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে মোক্তারকে গ্রেফতার করেছে কড়েয়া থানা।