মিটল আইনি জটিলতা, অবশেষে শুরু হতে চলেছে পাতালপথে মেট্রোর কাজ
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ তিন বছর পর জট কাটল। অবশেষে শুরু হতে চলেছে মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলায় মেট্রো পথ তৈরির কাজ। এতদিন আইনি জটিলতায় জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প কার্যত থমকে ছিল। কারণ, মোমিনপুরের কাছে নেপাল কনস্যুলেট জেনারেলের অফিসের জমি রয়েছে। তার নীচ দিয়েই মোমিনপুর থেকে খিদিরপুরের মধ্যে একটি র্যাম্প তৈরির নকশা রয়েছে। রেল ওই জমির পরিবর্তে সংলগ্ন মেট্রোর জমি নেপাল কনস্যুলেটকে হস্তান্তর করে সমস্যা মেটানোর চেষ্টা শুরু করে। এই পর্বে বাধা হয়ে দাঁড়ায় একাধিক ভাড়াটে, দোকানদার। জমি ছাড়তে নারাজ তাঁরা। সেই অবস্থায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। ২০২২ সাল থেকে মামলা শুরু হয়। ২০২৫ সালে আদালত এই জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়। তার প্রেক্ষিতে সোমবার প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) সঙ্গে নেপাল কনস্যুলেটের ‘মউ’ স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে নেপাল কনস্যুলেট তাদের ৪০৯.৫৩ বর্গমিটার জমি ছেড়ে দেবে। তার বদলে রেল ৫২৬.৩৪ বর্গমিটার জমি তুলে দেবে তাদের হাতে।