নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর পুলিশ কোর্টের নানা পরিষেবা তলানিতে ঠেকায় আইনজীবী সংগঠন এবার জরুরি বৈঠকে বসল। সংগঠনের কর্তাদের একাংশের বক্তব্য, বিচারপ্রার্থীদের কথা মাথায় রেখে সমস্যা নিরসনে তাঁরা আদালত প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানাবেন। আলিপুর বার অ্যাসোসিয়েশেনর অন্যতম কর্তা সুব্রত সর্দার সোমবার বলেন, ‘আলিপুর পুলিশ কোর্টের নানা জরুরি পরিষেবার সমস্যা না মিটলে আমরা আন্দালনে নামতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এই আদালতের বড় সমস্যা হল, বেশ কিছু বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারক নেই। নেই পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থাও। সেই সঙ্গে বিভিন্ন এজলাসে কোর্টের কর্মচারীর সংখ্যাও হাতে গোনা। ফলে সমস্যায় পড়ছেন হাজার হাজার বিচারপ্রার্থী।’
দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত আলিপুর পুলিশ কোর্ট। পরিষেবা না মেলায় বিচারপ্রার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। আইনজীবী মল্লিক ওঝা এদিন বলেন, ‘এতবড় একটা কোর্টে পানীয় জলের ব্যবস্থা না থাকায় বিচারপ্রার্থীদের বাধ্য হয়ে বোতলবন্দি জল কিনে খেতে হচ্ছে। বিচারকের সংখ্যা কম থাকায় জমছে মামলার পাহাড়।’ আইনজীবীদের একাংশের অভিযোগ, মাঝেমধ্যে বিভিন্ন এজলাসে পাওয়া যাচ্ছে না মামলার নথি। ফলে বিচারপ্রার্থীরা মামলার তারিখ ঠিকমতো জানতে পারছেন না। কোনও কোনও ক্ষেত্রে বিচারপ্রার্থীদের বিরুদ্ধেই জারি হয়ে যাচ্ছে গ্রেফতারি পরোয়ানা। চরম হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। সব মিলিয়ে, এই প্রাচীন আদালতে পরিষেবার মান ক্রমশ খারাপ হওয়ায় ক্ষুব্ধ আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা।