• বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: নদীতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। হঠাৎই এক বাঘ এসে তুলে নিয়ে গেল তাঁকে। রাতের তাঁর দেহ উদ্ধার হয়। মৃত মৎস্যজীবীর নাম শম্ভু সর্দার (৩০)। অন্য সঙ্গীরা তাঁর দেহ খুঁজে পান। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, সুন্দরবনের চামটার জঙ্গল সংলগ্ন এলাকায়। এই খবর পেয়ে তাঁর গ্রামের বাসিন্দারা উদ্বিগ্ন। পরিবারের সদস্যরা শোকাচ্ছন্নও। জানা গিয়েছে, কুলতলির কাঁটামারি বটতলা এলাকার বাসিন্দা মৎস্যজীবী শম্ভু সর্দার। ওই এলাকারই বাসিন্দা অমৃত প্রামাণিকের নৌকায় চেপে শুক্রবার সকালে তিন মৎসজীবী সুন্দরবনের নদীতে মাছ, কাঁকড়া ইত্যাদি ধরতে গিয়েছিলেন। এদিন সকালে নৌকায় বসেছিলেন শম্ভুবাবু। তখন আচমকাই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে পিছন থেকে আক্রমণ করে তাঁকে। এরপর তাঁকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় বাঘটি। ওই মৎস্যজীবীর পরিবার সূত্রে খবর, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে অনেক বছর আগে। বাড়িতে বৃদ্ধ বাবা ও মা, দুই সন্তান আছে। 
  • Link to this news (বর্তমান)