• ফ্ল্যাট থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার বিকেলে আগরপাড়া নর্থ স্টেশন রোডের একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রশান্ত দত্ত (৬৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বয়সজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে তাঁর ফ্ল্যাটের মূল দরজা খোলা ছিল। পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের নর্থ স্টেশন রোডের দীর্ঘদিনের বাসিন্দা প্রশান্তবাবু। তিনি স্ক্র্যাপের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী ও কন্যা অন্যত্র থাকতেন। দিন তিনেক আগে তাঁর বাড়িতে এসআইআরের ফর্ম দিয়ে এসেছিলেন বিএলও। এরপর তাঁকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। এদিন পাশের বাড়ির লোকেরা তাঁর ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)