সংবাদদাতা, কাকদ্বীপ: আগুন লেগে পুড়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের উত্তর গোবিন্দপুর (পশ্চিম) এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সেখানকার এক বাসিন্দা অনুপ শর্মার বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের সবাই প্রতিবেশীদের বাড়িতে ছিলেন। তখন স্থানীয় এক বাসিন্দা হঠাৎই ওই বাড়িটিতে আগুন জ্বলতে দেখেন। তৎক্ষণাৎ তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে সকলে ছুটে আসেন। তাঁরা বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। দ্রুত খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু বাড়িটি বাঁশের দরমা বেড়ায় তৈরি হওয়ার কারণে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া উপরে ছিল পলিথিনের ছাউনি। ফলে নিমেষের মধ্যেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুপ শর্মা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে এই বাড়িতে থাকেন। মাথার উপরে ছাদ হারিয়ে তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন।