• অনুপম দত্ত খুন: শীঘ্রই রায়দান
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় সাক্ষ্যদান শেষ হয়েছে আগেই। এবার অভিযুক্ত বাপি পন্ডিত, অমিত পন্ডিত এবং জিয়াউল মণ্ডলের কাছে বারাকপুরের তৃতীয় অতিরিক্ত দায়রা জেলা জজ অয়নকুমার ব্যানার্জি জানতে চান, এ বিষয়ে আপনাদের মতামত কী। উত্তরে তাঁরা বলেন, আমরা নির্দোষ।  সোমবার তিনি তিনজনকে আলাদা করে এই কেসের তদন্তকারী অফিসার রাজকুমার সরকারের দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে কথা বলেন। তবে অমিত পন্ডিতের আইনজীবী কল্যাণী আদালতে একটি মামলার নথিপত্র জমা দিতে চান। বিচারক তাদের সাত দিনের সময় দেন। আগামী সোমবার ২৪ নভেম্বর ওই মামলার নথিপত্র নিয়ে শুনানি হবে। সেই মামলায় অমিত পন্ডিতের বিরুদ্ধে জিয়াউল মণ্ডলকে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই কেসের সরকারি আইনজীবী সত্যব্রত দাস বিচারকের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে মামলা চলছে। বিভিন্নভাবে মামলা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সাক্ষ্যদান পর্ব শেষ। অবিলম্বে মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। বিচারক অয়নকুমার ব্যানার্জি বলেন, খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। 
  • Link to this news (বর্তমান)