• গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযান, বজবজে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, ধৃত বিহারের বাসিন্দা
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • দক্ষিণ ২৪ পরগনার বজবজে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মৌনফ পার্সে ওরফে বাবু। সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। কর্মসূত্রে মৌনফ পার্সে বজবজ এলাকাতেই থাকত বলে খবর।

    পুলিশ সূত্রে খবর, দিল্লিতে বিস্ফোরণের পরে দেশের সব রাজ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাকা চেকিংও জোরদার করা হয়েছে। এর মধ্যেই গোপন সূত্রে খবর পাওয়া যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ এলাকা পেরোতে পারে। সেই তথ্যের ভিত্তিতে বজবজ থানা এলাকায় বিশেষ নাকা চেকিং শুরু হয়। তল্লাশিতে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল, দুটি ওয়ান-শাটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ।

    ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, গোপন সূত্রে খবর পেয়েই আমরা অভিযান চালাই। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে।

    পুলিশ তদন্ত করে দেখছে—কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি এসেছে, কার কাছে পৌঁছনোর কথা ছিল এবং অভিযুক্ত এই চক্রের সঙ্গে কতদিন ধরে জড়িত। ধৃত ব্যক্তি কি শুধুই অস্ত্র পাচারে সাহায্য করছিল, নাকি বড় কোনও নেটওয়ার্কের সক্রিয় সদস্য— সেই দিকেও নজর রাখছে জেলা পুলিশ। নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)