ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED। সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দুষ্কৃতীদের আর্থিক সাহায্যের অভিযোগের কারণেই এই তল্লাশি।
কানপুরে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে যাত্রিবাহী বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। তিন যাত্রী মারা গিয়েছেন, জখম ২০ জন। পুলিশ জানায়, বেসরকারি বাসটি দিল্লি থেকে বিহারের সিওয়ান যাচ্ছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ কানপুরের বিলহৌর তহশিলের আরাউল কাট এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলে উল্টে যায় বাস। পুলিশ জানায়, জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই স্থানীয় মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
সপ্তাহের আরও একটি কর্মব্যস্ত দিনে ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করছে ট্রেন। সিগন্যালিং কেবলে সমস্যার কারণেই এই বিভ্রাট, জানা গিয়েছে এমনটাই।
নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত বজবজ থানার পুলিশ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম, মৌনফ পার্সে। তল্লাসিতে একটি নাইন এমএম পিস্তল, দুটি ওয়ান-শাটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে বজবজ থানার পুলিশ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আপাতত দক্ষিণবঙ্গ থেকে উধাও শীতের আমেজ। ঘূর্ণাবর্তের কারণে অবরুদ্ধ হয়েছে উত্তর ভারত থেকে আসা ঠান্ডা বাতাসের পথ। মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রির উপরে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। শীতের আমেজ বজায় থাকবে