• ব্লু লাইনে ফের সমস্যা, দক্ষিণেশ্বর-দমদম স্টেশনের মধ্যে লেটে চলতে পারে মেট্রো
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • সপ্তাহের আরও একটি কর্মব্যস্ত দিনে ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করতে পারে মেট্রো। সিগন্যালিংয়ে সমস্যার কারণেই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

    এই প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, রাতে পেট্রলিংয়ের (নজরদারি) সময়ে বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক পয়েন্টে সিগন্যালিং কেবল কাটা ছিল। সিগন্যালিং সিস্টেম দ্রুত ঠিক করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। লাগানো হচ্ছে নতুন কেবল। তা ঠিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। আর সেই জন্যই দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করতে পারে মেট্রো।

    উল্লেখ্য, ব্লু লাইনে একাধিক সময়ে সমস্যা দেখা গিয়েছে গত এক সপ্তাহে। গত রবিবার নির্ধারিত সময়ের পরেও সম্পূর্ণ লাইনে মেট্রো চলাচল অনেকক্ষণ শুরু হয়নি। শুধুমাত্র ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাওয়া যাচ্ছিল পরিষেবা। পূর্ব নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের সময় বর্ধিত হওয়ার জন্য পাওয়ার ব্লক বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে দাবি করেন কর্তৃপক্ষ। সকাল ১০টা ৮ মিনিটে স্বাভাবিক হয় পরিষেবা। গত শনিবার দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িক ভাবে বন্ধ ছিল। সিগন্যালের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য এই সমস্যা বলে জানা গিয়েছিল। বেলা ১০টা ২০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। ব্লু লাইনে লাগাতার এই ধরনের পরিষেবার বিভ্রাটে কার্যত বিরক্ত মেট্রোর যাত্রীরা।

  • Link to this news (এই সময়)