ডিজিটালি গ্রেপ্তারি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ৩.২৯ কোটি টাকা প্রতারণার একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিযুক্তদের দেশের কোনও আদালত মুক্তি বা জামিন দিতে পারবে না। অভিযুক্তরা মুক্তির জন্যে কেবলমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ‘ডিজিটাল গ্রেপ্তারি’র মতো প্রতারণার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, সম্প্রতি এক মহিলা আইনজীবী ‘ডিজিটাল গ্রেপ্তারি’র ফাঁদে পড়েন। ৭২ বছর বয়সি ওই মহিলা প্রতারণার শিকার হয়ে মোট ৩.২৯ কোটি টাকা খুইয়েছেন বলে দাবি। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বিপিন নায়ার সম্প্রতি জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে এফআইআর নথিভুক্ত হওয়ার পর গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা জামিনে মুক্তি পেতে পারেন। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন (SCAORA) একটি ইন্টারভেনশন পিটিশন দাখিল করে। সেই আবেদনের শুনানিতে এই নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট জানায়, আদালতকে এই ডিজিটাল গ্রেপ্তারি সংক্রান্ত মামলাগুলি কঠোরভাবে মোকাবেলা করতে হবে, যাতে সমাজে সঠিক বার্তা পাঠানো যায়। একটি ‘বিশেষ ঘটনার জন্য বিশেষ ভাবে পদক্ষেপ’ করার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, যখন কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং সময়সীমার মধ্যে আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা না হয়, তখন তাঁকে জামিন দেওয়া হয়। সেই বিষয়টি এই মামলার শুনানির সময়ে উত্থাপিত হয়। তবে এই মামলার গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট জানায়, কোনও আদালত এই মামলার অভিযুক্তদের জামিনে মুক্তি দেবে না।
অনলাইন প্রতারণার জগতে নতুন ত্রাস এই ‘ডিজিটাল গ্রেপ্তারি’। প্রতারণা রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ১৭০০ স্কাইপি আইডি, ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ প্রোফাইল বাজেয়াপ্ত করেছে। এই কাজের সঙ্গে যুক্ত ৬ লক্ষেরও বেশি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
গত মাসেই সুপ্রিম কোর্ট ‘ডিজিটাল গ্রেপ্তারি’ নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে। ‘ডিজিটাল গ্রেপ্তারি’-এর বিষয়ে কোন রাজ্যে কত এফআইআর হয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সেই তথ্য চায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই ধরনের প্রতারণার মামলাগুলির কী ভাবে তদন্ত করা যায়, সে বিষয়ে সিবিআইকে একটি নির্দিষ্ট পরিকল্পনা আদালতে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।