• সামান্য উন্নতি হলেও এখনও ‘অতি খারাপ’ দিল্লির বাতাস, চিন্তা বাড়াচ্ছে গাজিয়াবাদ
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • মঙ্গলবার নিয়ে টানা পাঁচ দিন দিল্লির বাতাসের অবস্থা ‘অতি খারাপ’। রবিবার ও সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা ভালো হলেও এখনও গড় AQI ৩৫০-এর তলায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের খবর, সোমবার সকাল ৬টার রেকর্ড অনুযায়ী দিল্লির গড় AQI ছিল ৩৪১। রবিবার এই মাত্রা ছিল ৩৭৭ এবং সোমবার ৩৫৯। নভেম্বরের মাঝামাঝি সময়, ফলে ক্রমেই কমছে তাপমাত্রা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ।

    সামগ্রিক ভাবে গড় AQI কিছুটা উন্নত হলেও, এখনও বহু জায়গাতেই বাতাসের গুণমান ‘ভয়ঙ্কর’ বা ‘SEVERE’। মঙ্গলবার সকালের রেকর্ড অনুযায়ী, ওয়াজিরপুরের AQI ৪১০, জাহাঙ্গিরপুরায় ৪১৪ এবং বাওয়ানায় ৪১৯ ছিল AQI। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত একইরকম থাকলেও আগামী কয়েকদিনে ফের খারাপ হবে দিল্লির বাতাসের মান।

    দিল্লির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে গাজিয়াবাদ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় গাজিয়াবাদের গড় AQI ছিল ৪০১। সবচেয়ে খারাপ অবস্থা সঞ্জয়নগর এলাকার। মঙ্গলবার সকালে সেখানে AQI পৌঁছয় ৪৩৩-এ। সোমবারও বাতাসের অবস্থা একইরকম ছিল গাজিয়াবাদে।

    নভেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। আগামী কয়েকদিন আরও কমবে আবহাওয়া। ফলে তাপমাত্রা কমলে বাতাসে দূষণের পরিমাণও আরও বাড়ার সম্ভাবনা থাকবে।

  • Link to this news (এই সময়)