• শীতপ্রেমীদের মনখারাপ বাড়িয়ে উধাও হচ্ছে শীত!
    আজকাল | ১৮ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে বর্ষা লম্বা ইনিংস খেলেছে। তখন থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল প্রশ্ন, শীতকাল কবে আসবে? শীতের আমেজ বঙ্গে গত কয়েকদিনে এসেছে। শীতপ্রেমীরা সবে আড়মোড়া ভাঙছে, তার মাঝেই খারাপ খবর। ফের নাকি উধাও হয়ে যাবে শীত! ইনিংস শুরুতেই জট। হাওয়া অফিসের পূর্বাভাসে মনখারাপ।

    কী জানাচ্ছে হাওয়া অফিস?

    হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা যে গত কয়েকদিন আগে পড়েছিল, তা আবার বাড়ার সম্ভাবনা কয়েক ডিগ্রি পর্যন্ত। তাপমাত্রা বেড়ে যেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। দিনের বেলায় বাড়বে রোদের তেজও। তবে দক্ষিণের জেলাগুলিতে ভোর এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। 

    আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল গড়াতে গড়াতে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। ফলে সাধারণ দৃশ্যমানতাও স্বাভাবিক হয়ে ফিরবে।

    কিন্তু আবহাওয়ার এই ভোল বদলের কারণ কী?

    হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে। আপাতত তা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও ফিকে হবে।

    এই বছর উত্তর ভারতে তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিমবঙ্গের শীতকালেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যার ফলে শীতের তাল কাটতে পারে বলে আশঙ্কা।

    মঙ্গলবার কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

    সকালে কুয়াশা থাকলেও দিনভর প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়তেই রোদের ঝলক দেখা গিয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের  কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

    সর্বোচ্চ তাপমাত্রা =২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে বেড়েছে কিছুটা। সর্বনিম্ন তাপমাত্রা = ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবারের থেকে বেড়েছে সামান্য। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ = ৯১ শতাংশবাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ = ৪৯ শতাংশ
  • Link to this news (আজকাল)