• মেট্রোয় ফের সমস্যা, অফিস যাওয়ার আগে জানুন বড় আপডেট
    আজকাল | ১৮ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে ফের মেট্রোয় সমস্যা। জানা গিয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্য দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে দেরিতে চলছে মেট্রো পরিষেবা।

    মূলত অটোমেটিক সিগন্যাল খারাপ হওয়ার কারণে এই সমস্যা। ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে সিগন্যাল। যে কারণে সময়ের থেকে দেরিতে চলছে মেট্রো।

    কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, লাইনে রাত্রিকালীন পরিদর্শনের সময় কলকাতা মেট্রোর কর্মীরা বারানগর থেকে নোয়াপাড়া পর্যন্ত লাইনের মাঝেই একাধিক জায়গায় কিছু সিগন্যালিংয়ের তার কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

    সে কারণেই সমস্যা দেখা দিয়েছে। তবে অটোমেটিক সিগন্যালিং পরিষেবা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে নতুন কেবিল বসানোর কাজ শুরু করা হয়েছে।

    কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্লু লাইনের পুরো পথে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দক্ষিণেশ্বর ও দমদমের মধ্যবর্তী অংশে ম্যানুয়াল সিগন্যাল পরিচালনার কারণে ট্রেনের চলাচলে সামান্য দেরি হতে পারে।

    উল্লেখ্য, গত শনিবার সাতসকালে মেট্রো বিভ্রাট দেখা দেয়। জানা গেছে, বিনা নোটিশে সিগন্যালিংয়ের কাজের ফলে ব্লু লাইনে ফের ভোগান্তি। দক্ষিণেশ্বর থেকে আপাতত বন্ধ মেট্রো পরিষেবা।

    বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু রয়েছে মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার অফিস যাত্রীরা। জানা গেছে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো পরিষেবা।

    যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে মেট্রো পাওয়া যাচ্ছে। ফলে স্টেশনগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। অত্যধিক ভিড়ের কারণে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছেন না ব্যস্ত সময়ে।

    এই ঘটনায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তবে এই কাজ পূর্বনির্ধারিত ছিল না বলে জানানো হয়েছে।

    দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর ব্লু লাইনে মেট্রোর প্রান্তিক স্টেশন। সড়ক বা ট্রেন পথে এসে অনেকেই দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠেন। আর মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা।
  • Link to this news (আজকাল)