দিল্লি বিস্ফোরণ কাণ্ড: আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অফিস সহ ২৫ জায়গায় তল্লাশি ইডির
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৮ নভেম্বর: দিল্লিতে লালকেল্লার বাইরে বিস্ফোরণে নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল চিকিৎসক তথা সন্দেহভাজন জঙ্গি মুজাম্মিল, শাহীন এবং আদিল। চিকিৎসক তথা আত্মঘাতী জঙ্গি উমর নবির যোগও রয়েছে আল ফালাহ-র সঙ্গে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়ানোয় এনআইএ-র তদন্তের আওতায় পড়েছে আল ফালাহ। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়েও তদন্ত শুরু করল ইডি। আল ফালাহ’র বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রেই আজ, মঙ্গলবার ভোর থেকে দিল্লি ও হরিয়ানার ফরিদাবাদ সহ ২৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সঙ্গে রয়েছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা। দিল্লির ওখলাতে বিশ্ববিদ্যালয়ের অফিসেও তদন্তের জন্য গিয়েছে ইডি।দিল্লি পুলিশ ইতিমধ্যেই আল ফালাহ’র বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। করা হবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট। এই বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন সন্দেহভাজন জঙ্গি মুজাম্মিল, শাহীন এবং আদিল। তাদের কার্যকলাপের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও আর্থিক সাহায্য করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। যদিও সন্দেহভাজন জঙ্গি মুজাম্মিল, শাহীন এবং আদিলদের সঙ্গে কোনও যোগ নেই বলে আগেই সাফাই দিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়।