• সুইসাইড বম্বিং নিয়ে উমর নবির চাঞ্চল্যকর ভিডিও এল সামনে
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৮ নভেম্বর: আত্মঘাতী হামলা বা সুইসাইড বম্বিং নিয়ে সন্দেহভাজন জঙ্গি উমর নবির চাঞ্চল্যকর ভিডিও এল সামনে। তদন্তকারীরা মনে করছেন দিল্লি বিস্ফোরণের আগে এটিই উমরের শেষ ভিডিও। একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করেছিলেন উমর। ভিডিওতে ইংরেজিতে জম্মু ও কাশ্মীরের চিকিৎসক উমরকে ব্যাখ্যা দিতে দেখা গিয়েছে   আত্মঘাতী হামলা বা সুইসাইড বম্বিং নিয়ে। ওই সন্দেহভাজন জঙ্গির দাবি, এটি আসলে শহিদ অভিযান।উমর বলেছে, ‘সুইসাইড বম্বিং নিয়ে একাধিক যুক্তি, পাল্টা যুক্তি রয়েছে। একজন ব্যক্তি যখন জানে যে, সে একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিস্থিতিতে মারা যাবে এবং নির্ধারিত সময়ের আগেই তার মৃত্যু হবে, তখন তা শহিদ অভিযান বা অপারেশন বলে বিবেচিত হয়।’ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী জঙ্গি হিসেবে উমরের নামই সামনে আসছে। আই২০ গাড়িতে করেই হামলা চালিয়েছে সে। বিস্ফোরণস্থল থেকে উমরের পাওয়া দেহাংশের সঙ্গে তার মায়ের ডিএনএ পরীক্ষা করা হয়, যা মিলে যায়। তাতেই তদন্তকারীর নিশ্চিত উমরই এই আত্মঘাতী হামলা ঘটিয়েছে।তবে দিল্লিতেই গত ১০ নভেম্বর আরও বড় হামলার ছক ছিল চিকিৎসক তথা সন্দেহভাজন জঙ্গির। এমনটাই অনুমান তদন্তকারীদের। কিন্তু লালকেল্লার সামনে আচমকাই বিস্ফোরণ ঘটিয়ে ফেলে উমর। 
  • Link to this news (বর্তমান)