শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে সিগন্যালে সমস্যা
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সিগন্যালে সমস্যা! বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে থাকা সিগন্যালিং কেবল ছেঁড়া। ওই কেবলগুলি ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন মেট্রোর কর্মীরা। যার ফলে সমস্যা হচ্ছে সিগন্যালিং ব্যবস্থায়। তড়িঘড়ি সেই ছেঁড়া কেবলগুলি বদলে ফেলার কাজ শুরু হয়েছে। নতুন সিগন্যালিং কেবল লাগানো হচ্ছে বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে।যাতে দ্রুত সিগন্যালিং ব্যবস্থাটি ঠিক করা যায়। গোটা ব্লু লাইনে কোথাও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবায় সামান্য দেরি হচ্ছে যেহেতু ম্যানুয়ালি সিগন্যালিং ব্যবস্থার নিয়ন্ত্রণ করা হচ্ছে। যার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত সামান্য দেরিতে চলছে মেট্রো।